চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে অব্যাহত আছে। প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বহনকারী বাসগুলো নির্ধারিত পয়েন্ট থেকে যথানিয়মে ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করছে এবং বিকেলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি ক্যাম্পাস ছেড়ে স্ব স্ব গন্তব্যে পৌঁছাচ্ছে। প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হচ্ছে এবং নির্ধারিত ক্লাশসমূহ স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে। প্রশাসনের নির্ধারিত সভাগুলো যথারীতি নির্ধারিত পর্ষদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদেরকে যথাসময়ে ক্লাশ, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করতে বদ্ধপরিকর। এ বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং পুলিশ প্রশাসন ও রেলওয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্তমান রাজনৈতিক বিরূপ পরিস্থিতির মধ্যেও চবি’র একাডেমিক, প্রশাসনিক ও শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত রেখেছে। চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ জন্য বিশ্ববিদ্যলয় পরিবারের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।