সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখার প্রত্যয় বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনী,র চীফ অপ জেনারেল মো: আতাউল হাকিম সরোয়ার হাসান স্যারকে অবসর উচ্চ জনিত উঞ্চ সংবর্ধনা
দেওয়া হয়েছে,আদ্য ২৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার
সন্ধ্যা ৬ টায় কক্সবাজার হোটেল জলতরঙ্গ হলরুমে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ সেনাবাহিনী,র চীপ অপ জেনারেল জনাব:মো:আতারউল হাকিম সরোয়ার হাসান মহোদয় এবং ব্যারিস্টার জনাব:মোহাম্মদ হাসান চৌধুরী এডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ,
সুরেশ বড়ুয়া বাঙালি মহাসচিব
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদ
এডভোকেট জনাব: ফরিদুল আলম পিপি কক্সবাজার জেলা
দায়রাজজ আদালত।রেজাউল করিম রেজা,হাজী দেলোয়ার,মো:রায়হান উদ্দিন চৌধুরী, এডভোকেট টুটুল পাল টুটুল কল্লোলে দে,নীলিমা আক্তার চৌধুরী সাংস্কৃত জোট সভাপতি কক্সবাজার জেলা, এডভোকেট নাছির উদ্দীন স্পেশাল এ পি,পি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার,
এডভোকেট কাউছার সাখী পি,পি, জেলা দায়রাজজ আদালত কক্সবাজার,জনাব:সাইফুল ইসলাম চৌধুরী
কামাল, চীফ এক্সেটিভ পার্স বাংলাদেশেরসহ বিভিন্ন সংস্কৃতিক জোট, সিনিয়র নেতৃবৃন্দ এবং ইলেকট্রিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া সাংবাদিক ছিলেন।