ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৪ সদস্য আটক

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৬, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন রহমান (৩৫), একই এলাকার তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল (৩৯), উচনা গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে বিপ্লব চন্দ্র সরকার (২৭) ও একই গ্রামের হাসান আলী সরকারের ছেলে রুবেল ইসলাম (২৪) বলে জানা গেছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির খাংগর হাটখোলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয়ের দায়ে ৪জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।