মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোর জেলা গোয়েন্দা শাখাটির
(০২ ফেব্রুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ) নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় যশোর শার্শা থানাধীন ১০ নং শার্শা ইউনিয়নের নাভারণ সাতক্ষীরা মোড়স্থ স্কয়ার ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ইমারুল ইসলাম (৩৫), পিতা-মোঃ কাওছার আলী মোল্লা, সাং-বাগআঁচড়া (সাতমাইল), ২। মোঃ জাহাঙ্গীর আলম @ কালু (৪২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-সমন্ধকাটি, ৩। মোঃ আশরাফুল আলম (৩৫), পিতা-মোঃ আজিজুর রহমান, সাং-বাগআঁচড়া (সাতমাইল), সর্ব থানা-শার্শা, জেলা-যশোরদের’১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২ঃ
(০২ ফেব্রুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.৪৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামস্থ মোঃ রাজা, পিতা-মোঃ শওকত আলী এর বসত বাড়ীর পিছনে রাজ্জাক মোড় টু রুপদিয়া গামী ইটের সলিং রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ সুমন হোসেন(২৮), পিতা-মোঃ ইমারত হোসেন, ২। মোঃ রিপন হোসেন(২৯), পিতা-আব্দুর রাজ্জাক মোল্লা, উভয় সাং-দাইতলা (দক্ষিণপাড়া), ৩। মোঃ শাহ পরান পাখি(২৬), পিতা-মৃত গহর আলী, সাং-রাজারহাট (মোল্লাপাড়া), সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরদের’০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৪০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) বিপ্লব সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩ঃ
(০২ ফেব্রুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ হরষিত রায়, এসআই(নিঃ)/নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোজাম্মেল হোসেন, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.১০ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন গোগা সাকিনস্থ গোগা বাজারে জনৈক মোঃ মোকতাসিন বিল্লাহ(২৯) এর ফলের আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আশরাফুল ইসলাম(২৭), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-অগ্রভুলট, থানা-শার্শা, জেলা-যশোরকে ৩০ (ত্রিশ)বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ৯০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) হরষিত রায় বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।