অদ্য ০৯/০২/২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৪৫ ঘটিকার সময় পাটগ্রাম থানাধীন দহগ্রাম ইউনিয়নের করিডোর পাড়া মৌজাস্থ করিডোর পোষ্ট সীমান্ত পিলার নং- ডিএএমপি- ৭/৩০এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় জেসিও নং- ৯৯৩৭ নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান মোল্লা,রংপুর ব্যাটালিয়ন, ৫১ বিজিবি, ই-কোম্পানী, দহগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় একজন শিশু, দুই জন নারী ও একজন পুরুষ মোট ৪ জন রোহিঙ্গাকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন। আটকৃত রোহিঙ্গাদের নাম ঠিকানা যাচাই কালে তাদের নাম ঠিকানা ১। মোঃ আব্দুল্লাহ(২৪),পিতা -মৃত ইউনুছ,২।মোছাঃ শরিফা(১৯),স্বামি-মোঃ আব্দুল্লাহ,৩।মোছাঃ রিনাস বিবি( ২৭ মাস),ক্যাম্প-২১,
চাকমারকুল,টেকনাফ,কক্সবাজার,এফসিএন নং-২৩৭৩৬৫,৪। মোছাঃ আমেনা (১৫),পিতা-মোঃ শমছুআলম,ক্যাম্প-১W,ব্লক-এফ ১২,
কুতুপালং,উখিয়া থানা,জেলা-কক্সবাজার বলিয়া জানা যায়।থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের তাহার নিজ ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।