লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টাক্ষেতে ব্যাগে নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ধারনা করা হচ্ছে, রাতের আঁধারে নবজাতকটি কলেজের পাশে রাস্তার সঙ্গে ভুট্টাক্ষেতে ফেলে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এখনো নবজাতকের কোনো পরিচয় মেলেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।