কক্সবাজার জেলা সদর হাসপাতালে
উখিয়া থানার কনস্টেবল মহিলা পুলিশের
সাথে পরিক্ষা করতে এসছিলেন তাসলিমা আক্তার এক মহিলা। পরিক্ষা শেষ করে
হাসপাতাল হইতে যাওয়া পথে এক রোহিঙ্গা
শিশুকে অভিনব কায়দায় অপহরণ করে
মরিচ্যা পাগলি বিল এলাকায় নিয়ে যায় তসলিমা আক্তার। এবং
অপহরণ কর্তৃক বাচ্চার রোহিঙ্গা আত্মীয়-স্বজন বাচ্চাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়াতে তাঁর ক্যাম্পে চলে যাই। আরও রোহিঙ্গা বাচ্চা অপহরণ করা হয়েছে।এই সংবাদটি ক্যাম্পে দায়িত্বরত
ইউএনসিআর কর্মকর্তাকে জানান। ক্যাম্পের
সহযোগিতা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অপহরণ কর্তৃক বাচ্চার আত্মীয়-স্বজন। এবং অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানার একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী কে সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত
করেছেন ও অপহরণকারীর অবস্থান
নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে
বাচ্চা কে উদ্ধার করেছেন সদর মডেল থানা
পুলিশ। বাচ্চা কে তাঁর দাদা নুর ইসলাম ব্লক নং ২১ চাকমারকুল ক্যাম্প টেকনাফ। এর
হাতে বুঝিয়ে দেন সদর মডেল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা। অপহরণকারীকে আটক সাথে আরও
কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে
বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।ও
অপহরণ কর্তৃক বাচ্চা কে বুঝিয়ে দেওয়ার
সময় এনজিও কর্মী, সাধারণ মানুষ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ
ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া ছিলেন।