ঢাকাবুধবার, ২৬শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ২৬শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে মহাশ্মশানে লাশের মাথা চুরি জনমনে ক্ষোভ

মাসুম বিল্লাহ, শেরপুর,বগুড়া
নভেম্বর ৯, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশান থেকে একজন মৃত নারীর লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মৃত ওই নারী শহরের উত্তরসাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার (৫৩)। ৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, পৌর শহরের উত্তরসাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার গত প্রায় ১৬ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। তাঁর লাশ মহাশ্মশানের সমাধিস্থলে দাফন সম্পন্ন করা হয়েছিল। গত ৭ নভেম্বর দিনগত রাতে কে বা কারা শ্মশানের ভিতরে প্রবেশ করে গোলাপী সরকারের সমাধিস্থল খুঁড়ে সেই লাশের মাথা কেটে নিয়ে গেছে। পরদিন সকালে শ্মশানের কেয়ারটেকার প্রমোদ সরকার দৃশ্যটি দেখে লাশের পরিবারের লোকজনকে খবর দেয়। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল্লার দুইশতাধিক নারী-পুরুষ সমাধীস্থলে আসেন তাঁদের বংশের মৃতের সমাধিস্থল দেখতে। সমাধিস্থল থেকে মৃতের মাথা কেটে নেয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় মৃত গোলাপী সরকারের ছেলে রঞ্জিত সরতার বাদি হয়ে ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুরেশ সরকার বলেন, আমার স্ত্রী গোলাপী সরকার ১৬ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। লাশ মহাশ্মশানের সমাধিস্থলে দাফন সম্পন্ন করেছিলেন। দুর্বৃত্তরা মাটি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারেন নাই।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সমাধি স্থলের সুড়ঙ্গ কোন শিয়াল কুকুরের সৃষ্টি না কোন দুর্বৃত্তের কাজ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ভবিষ্যতের জন্য জিডি করে রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।