চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) সদর উপজেলার স্থানীয় শাহজাহানপুর দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিকাল ৪ টায় সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া জাকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান মুক্তার সঞ্চালনায়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম বিশ্বাস (বুলু)।
আরও উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ পৌর আহ্বায়ক সারোয়ার জাহান, যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, জেলা বিএনপির সদস্য হোসেন শাহ নেওয়াজ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুর আলম রিপন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, জেলা বিএনপির সদস্য তারেক আহমেদ, মোঃ বিলাত আলী, তৈমুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা বাবর আলী রুমন, রায়হান মাহফুজ চন্দন, মাসুদ রানাসহ জেলা/উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আওয়ামী সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা চাঁপাইনবাবগঞ্জ সদর সহ সারাদেশে যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা বিগত কোন সরকারের আমলে দেখা যায়নি। এ দীর্ঘ সময়ে তারা জেলা বিএনপি নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আর তাই আমরা কর্মী সম্মেলন তো দূরের কথা নিজেদের অফিসে বসে কোন আলোচনায় করতে পারিনি। আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে ১৬ বছর বিএনপির কোন সম্মেলন করা সম্ভব হয়নি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তিত এই সময় আমরা বিএনপি ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন করতে সক্ষম হয়েছি। আর তাই আগামী ৩ বছর জেলা সহ উপজেলা ও ইউনিয়নে দলের কর্মকান্ডকে গতিশীল করার আহ্বান জানান বক্তারা।