ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে ব্লকেড কর্মসূচি

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা, নীলফামারী
জানুয়ারি ২৪, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থরা ডিমলা ব্লকেড কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেন।এসময় উপজেলায় প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচির মূল দাবিগুলোর ছিল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও তাদের মাদক আস্তানা গুড়িয়ে দেওয়া।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. রেজাউল করিম ভারতীয় সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার পর মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের হাতে হামলার শিকার হন। এই ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় চিহ্নিত আসামি হিসেবে মাদক ব্যবসায়ী পিয়ারুল ইসলাম, নুর আলম, নুর ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়।

পাশাপাশি অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা পশ্চিম ছাতনাই ইউনিয়ন এলাকার বাসিন্দা।তবে মামলার আসামিরা বিজ্ঞ আদালত হতে দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

হামলার শিকার রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থীরা মিলে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পরও মাদক ব্যবসায়ীরা সীমান্ত এলাকা দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি পোস্ট করার কারণেই তাদের রোষানলে পড়ি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ বলেন, ডিমলার মাদকের মূলহোতারা গ্রেপ্তার হওয়ার আগেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। এর ফলে মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সাহসিকতার সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যা আমাদের আন্দোলনকে দমিয়ে দিতে চাইছে।

উপজেলা নির্বাহী অফিসার ও থানা তদন্ত কর্মকর্তা রাস্তায় এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে মাদক ব্যবসার সাথে জড়িত আসামীদের গ্রেফতার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন। পরে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবী পূরণ না হলে তারা আবারও আন্দোলনে নামবে বলে প্রশাসনকে হুশিয়ারি করে দেন।

ডিমলা ব্লকেড কর্মসূচীতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা প্রতিনিধি জাফর হোসেন জাকির, রেজাউল আলম, জিয়াউর ইসলাম জিয়া, সাকিল প্রধান, ইমরান ইসলাম প্রমূখ।

উপজেলার ঠাকুরগঞ্জ বাজারসহ ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শিক্ষার্থীদের দাবি, মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ডিমলা ব্লকেড কর্মসূচি ও মাদকবিরোধী এই আন্দোলনে উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষ শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করছেন। তবে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবিতে তারা প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।