পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ তিন জনের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত (৯ জুলাই) বিএফআইইউয়ের পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাদের হিসাবের সব তথ্য চেয়েছে সংস্থাটি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে ১৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে আবেদ আলী ও তার ছেলেসহ তিন জনের হিসাব জব্দ ও তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্থার সহায়তায় গ্রেফতার হওয়া বাকিদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হবে।