ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর নওপাড়া যুব সংঘের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ

মেহেরপুর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া যুব সংঘের উদ্যোগে ফেনীর ছাগলনাইয়াতে বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট), দিনব্যাপী নওপাড়া যুব সংঘের সদস্যরা নওপাড়া, ভিটাপাড়া, কালিগাংনী, ভাটপাড়া, লক্ষ্ণীনারায়ণপুর, মাইলমারী ও জোড়পুকুরিয়াসহ আশেপাশের গ্রাম থেকে ত্রাণ হিসেবে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ফান্ড কালেকশন করেন। যে অর্থ দিয়ে বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের জন্য শুঁকনো খাবার হিসেবে চিড়া-মুড়ি, খেজুর, চিনি, মিনারেল ওয়াটার, ওরস্যালাইন, ঔষধ, মোমবাতি, গুঁড়াদুধ ও লাইটসহ অন্যান্য উপকরণ ক্রয় করে পেকেটজাত শেষ করেছেন।
এছাড়াও প্রায় ১৫ বস্তা বিভিন্ন ধরনের শাড়ী, লুঙ্গি, থ্রি পিচ সংগ্রহ করা হয়েছে। যা গত চারদিন ধরে নওপাড়া যুব সংঘের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে।
নওপাড়া যুব সংঘের সভাপতি মিরাজুল ইসলাম মিলন জানান, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কিছুটা হলেও বানভাসি মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ত্রাণ সংগ্রহ করেছি। মঙ্লবার বিকেলে নওপাড়া থেকে ট্রাকযোগে ১০ জন সদস্য ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ইতিমধ্যেই ছাগলনাইয়াতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বানভাসিদের সাহায্যার্থে সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এসময় নওপাড়া যুব সংঘের সেক্রেটারী বিপ্লব হোসেন, মাওলানা জাহিদুল ইসলাম, রিমন, ছোট, জুবাইদ, ইয়াসিন, মোবিন, হাসমতুল্লাহ, পারভেজ, মিলন, ওয়াসিম, শাহিন, হাসান ও আব্দুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।