ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অনুপ্রবেশের সময় তিন মোটরসাইকেলসহ ৪ বাংলাদেশি আটক

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিনটি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (২৬ আগস্ট) বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন:- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়।

দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল বলেন, দুপুরে দানাজপুর সীমান্তের ৩৪০ -এর ৩ এস পিলার এলাকা দিয়ে প্রায় ১০০ মানুষ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সমবেত হয়। খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় জীবন রায়, শুভ, হরিদাস চন্দ্র এবং পদন চন্দ্র রায়কে আটক করে বিজিবি। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয়। সন্ধায় আটককৃত ৪ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আহসান উল ইসলাম পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য মানুষ সমবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এসময় ৩টি মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।