ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে সড়ক সংস্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে সড়ক পরিস্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মধুপুর পৌর শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা নিজ হাতে মাঠে নেমে সড়ক পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগষ্ট) সকাল থেকে তারা এ কার্যক্রম চালায়। এ সময় বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র সহ কাঁচের টুকরো পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন এবং সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

এছাড়া যানবাহন চলাচল বেড়ে যাওয়ার কারণে আনারস চত্বর এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ না থাকার কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের এ দায়িত্ব পালন করতে দেখা যায়।

তারা জানান, আমরা ব্যক্তিগত উদ্যোগে এই কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগনের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।