ঢাকাবৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ১৭ নেতাকর্মী আহত

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী , বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও বন্যা কবলিত মানুষের নাজাতের জন্য একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
এতে জামায়াতের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।হামলায় আহত মাও: তাজুল ইসলাম (৪৯), মো. মাহাবুব সরদার (৬২), মো. দেলোয়ার খান (৫৫), মো. তারিকুল ইসলাম (২২), মো. আজিজুল ইসলাম (৩০), মো. রিয়াজুল ইসলাম (২৪) কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখকে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অতর্কিত হামলার ঘটনায় রবিবার রাত ৯ টায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতাকর্মীরা বলেন, দোয়া অনুষ্ঠানের শেষ পর্যয়ে তবারক বিতরণ কালে ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ী, রাম দা, লোহার রড ও দেশীয় ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এরা বিভিন্ন জায়গায় ওৎ পেতে তিন দফায় হামলা চালায়। মাথায় আঘাত পাওয়া ৩ জনকে দ্রæত সিটি স্কান করার জন্য খুলনা চিকিৎসা নেয়ার পরামর্শ দেন মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এদিন ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।