ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত – ৪ আহত – ২

মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা (পূর্বধলা)
ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজির চার যাত্রী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বহাদুরপুর গ্রামের বিদ্যা মিয়া (৪২), তার স্ত্রী লাবনী আক্তার (১৮), সাতপুরিকান্দা গ্রামের আব্দুর রাশিদ (৪৫) এবং তার স্ত্রী বকুল আক্তার (৩৮)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে সিএনজিতে করে নেত্রকোনা যাচ্ছিলেন যাত্রীরা। পথিমধ্যে তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিএনজি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তারাকান্দা থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।