ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে আসা চোরা চালানের অবৈধ ভারতীয় চিনি সহ আটক ২ জন

Link Copied!

যৌথ অভিযানে গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ২টা ১০ মিনিটে শম্ভুগঞ্জ বাজার থেকে ২ কিলোমিটার দূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ -নেএকোনা মহাসড়কের পাশে একটি কারখানা থেকে সীমান্ত থেকে অবৈধ উপায়ে আসা চিনির চোরাচালান ও নকল ব্র্যান্ডেড প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারজাত করার অভিযোগে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা সীমান্ত এলাকা থেকে চিনি চোরাচালান করে তা নকল ব্র্যান্ডেড প্যাকেজিংয়ে পুনরায় প্যাকেটজাত করত। “Fresh” নামে নকল প্যাকেজিং তৈরি করে তারা স্থানীয় মিষ্টির দোকান ও বাজারে এসব চিনি সরবরাহ করছিল। অভিযানে ৩০ বস্তা চিনি (প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি) এবং নকল প্যাকেজিং তৈরির সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং চোরাচালানে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি থেকে জানা যায়, চিনি চোরাচালানের মাধ্যমে তারা বাজারে প্রতারণার নতুন কৌশল চালিয়ে আসছিল। এই কার্যক্রম শুধু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাই নয়, বাজার প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলছিল। অভিযানের পর গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সমস্ত সামগ্রী থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা চোরাচালান এবং বাজার প্রতারণা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।