কক্সবাজারের টেকনাফে নাফ নদী মোহনা থেকে পর পর ৩ টি কার্গো জাহাজ মিয়ানমার আরকান আর্মি প্রায় ৩ দিন অতিবাহিত হয়ে আজ (২০ জানুয়ারি ২০২৫) ১০ ঘটিকার সময় ২ টি কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে আরকান আর্মি।
ছেড়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর। তিনি আরও বলে বাংলাদেশের সীমানায় নৌ-যান চলাচলের গভীরতা না থাকায় মিয়ানমারের জল সীমানায় দিয়ে আসতে হয়। তাই মিয়ানমার আরকান আর্মি পণ্যবাহী জাহাজগুলো তল্লাশি করার প্রয়োজন মনে করছে, সে হিসেবে তল্লাশি করছে এবং আজকে ২ টি জাহাজ ছেড়ে দিয়েছে আরকান আর্মি, এবং বাকীটা তল্লাশির পর ছেড়ে দিবে বলে আশা করছি।
স্থল বন্দরের অনেক ব্যবসায়ী মনে করে এ ধরে মিয়ানমার আরকান আর্মির দ্বারা ভোগান্তি হলে ভবিষ্যতে টেকনাফ বন্দর দিয়ে ব্যবসা হবে কী না শঙ্কা আছি। এক দিকে সময়ে অপচয় অন্য দিকে বিভিন্ন পণ্যের ক্ষয়ক্ষতি। জাহাজ ২ টি কী পরিমাণ পণ্য জানতে চাইলে তারা বলেন শুকনো সুপারি, শুটকি, কপি আরও বিভিন্ন ধরণের পণ্য রয়েছে ২ টিতে।
জাহাজ গুলো গত বৃহস্পতিবার থেকে ধরে নিয়ে আরকান আর্মি। কিছু দিন পূর্বে জাহাজ ৩ টি ইয়াঙ্গুন বন্দর থেকে পণ্যলোড করে বাংলাদেশের নাফ নদী দিয়ে টেকনাফ স্থল বন্দরের দিকে এসেছিল। বাংলাদেশের জল সীমায় নাফ নদী মোহনা নাইক্ষ্যণ দ্বীপ এসে পড়লে সেখান থেকে মিয়ানমারের আরকান আর্মি জাহাজগুলোকে ধরে নিয়ে যায়।