ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

শফিকুল ইসলাম সোহাগ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের খানসামায় শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি অভিযোগে আরিফুর রহমান (৩০) নামে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আরিফুর রহমান পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের নেওয়াজিস হোসেনের ছেলে। তিনি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জের আজিজ ডাক্তার পাড়া গ্রামে পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

জানা গেছে, পাকেরহাট রিলিফ পাবলিক স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীতে পড়ালেখা করেন। পল্লী ইসলামী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আরিফুর রহমানের কাছে আরবি প্রাইভেট পড়ে। গত শনিবার বিকালে প্রাইভেট শেষে শিশুকে একাকি পেয়ে শ্লীলতাহানি করে ওই শিক্ষক।

পরে বাড়িতে সম্পূর্ণ ঘটনা বললে তার নানীসহ গ্রামের অনেকেই ঘটনাস্থলে এসে অভিযুক্ত আরিফুর রহমানকে আটক করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ প্রদান করলে পুলিশ ঘটনাস্থলে এসে আরিফুর রহমান কে আটক করে।

এ ঘটনায় শিশুর নানা বাদী হয়ে খানসামা থানায় মামলা করেন।

খানসামা থানার ওসি নজমূল হক জানান, মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ভিকটিম শিশু শিক্ষার্থীর নানা বাদী হয়ে মামলা করেন। এরপর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।