পাবনায় মাসে ২০ হাজার টাকা চাঁদা দেয়ার অস্বীকৃতিতে বাস পুড়িয়ে দিলো সন্ত্রাসীরা
পাবনা মালিগাছা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড শঙ্করপুরে মাসে ২০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
গতকাল শনিবার ১ ফেব্রুয়ারি রাত আড়াইটায় ওই এলাকার এমদাদুল হকের বাড়ির সামনে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
বাস মালিক এনামুল হক সিএনএফ টিভিকে জানান দুই দিন আগে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু প্রতিমাসে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের এই দাবি পূরণ করতে অস্বীকৃতি জানালে আজ রাত আড়াইটার দিকে দুইটি মোটরসাইকেল যোগে রানু তার সহযোগী লিটন ও অজ্ঞাত আরো দুইজন এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনায় বাসের সিট, গ্লাসসহ সমস্ত বাসটি পুড়ে যায়।
ভক্সপপ : ১ এনামুল হক বাস মালিক
শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান ও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী মোঃ জাবুল জানান রাত আড়াইটার দিকে রানু দুইটা মোটরসাইকেলে এসে বাসের গ্লাসে বাড়ি দিয়ে ভেঙে আগুন দিয়ে সাথে সাথে পালিয়ে যায়।
ভক্সপপ : ২ প্রত্যক্ষদর্শী মোঃ জাবুল
এলাকাবাসী জানান এই সন্ত্রাসীরা ১৭ বছর কোন চাঁদাবাজি করতে পারেনি। এখন এই সুযোগে শুধু চাঁদাবাজিই নয় আমার বাড়িতেও ডাকাতি করেছে। যে বাসটি পুড়িয়েছে সেটি ইশ্বরদী ইপিজেডের শ্রমিকদের আনা নেয়ার কাজে ব্যবহৃত হতো।
ভক্সপপ : ৩ এলাকাবাসী
মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মুনতাজ আলী বলেন সকালে এসেছিলাম এসে দেখি বাসটির সবই পুড়ে গেছে। বিভিন্ন এলাকার নেত্রী বর্গ ও সাধারণ মানুষ এসেছিলেন। দেখেই আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনও স্যারকে জানাই। আমি মনে করি এই কাজটি যেই করে থাকুক তারা আসলে মানুষের ভালো চায় না। সন্ত্রাসীর স্থান আমাদের বাংলাদেশের কোথাও হতে দেয়া যাবে না। এটা শুধু ভুক্তভোগের একার ক্ষতি নয়। এটা রাষ্ট্রীয় ক্ষতি। এটা সুষ্ঠু তদন্ত করে, যেই এর সাথে জড়িত থাক না কেন তার উপযুক্ত বিচার হবে ইনশাআল্লাহ।
ভক্সপপ : ৪ মালিগাছা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মুনতাজ আলী
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনকালে ড্রোনের সাহায্যে পুড়ে যাওয়া বাসের ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
তিনি সিএনএফ টিভিকে বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। ভুক্তভোগীর সাথে কথা বলে আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো খতিয়ে দেখার জন্য আমরা এসেছি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও কথা বলেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা ভুক্তভোগীকে রাষ্ট্রীয় সকল সহযোগিতা প্রদানের।
ভক্সপপ : ৫ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মুঠোফোনে জানান আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না।