কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামীলীগ এবং লাকসাম পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহ্যের ধারক-বাহক, অগণিত আন্দোলনের সফল সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্লাটিনাম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বর্ণাঢ্য রালীর আয়োজন করা হয়েছে। আজ রবিবার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের,
লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইউনেস ভূঁইয়া, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়সী সাহাসহ লাকসাম উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।