ঢাকাবৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে আসা চায়না ক্লেভর্তি ট্রাকে ৮ কোটি টাকার ইমিটেশন গহনাসহ আটক ১

মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা
নভেম্বর ১২, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা চায়না ক্লেভর্তি ট্রাকে ৮ কোটি টাকা মূল্যের ৭৬৭ কেজি ইমিটেশন গহনাসহ একজনকে আটক করেছে বিজিবি। এছাড়াও ইমিটেশন গহনা পাচারকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থলবন্দরের পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ চোরাচালান পন্য জব্দ করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। আটককৃত ট্রাক চালক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আব্দুস শকুর। দুপুরে সোনামসজিদ বিওপি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে চায়না ক্লে ভর্তি একটি ট্রাকে তল্লাশি করে এসব ইমিটেশন গহনা জব্দ করা হয়। এরমধ্যে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার রয়েছে। আটক ট্রাকচালকসহ আমদানিকারক ও সিএ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।