গত ১৮ মে ২০২৪ খ্রি. সময়: ০৮.২৫ ঘটিকায় সূত্রোক্ত মামলার নারী ভিকটিম “ক (১৫)” কে *ফেনী জেলার* *ছাগলনাইয়া* থানাধীন উত্তর যশপুর স্কুলে যাওয়ার পথে অপহৃত হন। এই সংক্রান্তে ভিকটিমের মা রোকসানা আক্তার (৪০) বাদী হয়ে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ফেনী, কমপ্লেন মামলা দায়ের করেন। উক্ত মামলাটি *পিবিআই, ফেনী* কর্তৃক তদন্তের নির্দেশনা পেয়ে জনাব জয়িতা শিল্পী, পিএসসি, পুলিশ সুপার, পিবিআই, ফেনী জেলা-এর দিক নির্দেশনায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) গাজী মোঃ জিয়াউল-এর নেতৃত্বে পিবিআই, *ফেনী* জেলার একটি চৌকস টিম পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার এলআইসি শাখা হতে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে এবং নারী পুলিশের সহায়তায় গত ৪ জুলাই ২০২৪ খ্রি. রাত্র আনুমানিক ২৩.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি *চট্টগ্রাম কর্নফুলী* থানা এলাকা হতে ভিকটিম “ক (১৫)” কে উদ্ধার করেন। উদ্ধারকৃত ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যহত আছে।