ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ঐক্যের শপথ ও খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

মোঃনাজমুল মোরেলগঞ্জ
জানুয়ারি ১২, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নেতাকর্মীরা দলের ঐক্য বজায় রাখার শপথ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে বাগেরহাটের ফুলহাতা বাজারে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর তার সন্তানের কাছে পৌঁছেছেন এবং আমরা আশাবাদী, তিনি সঠিক চিকিৎসা পাবেন। আজকের দিনটি আমাদের জন্য একটি নতুন আশার সূচনা।”শিপন আরও বলেন, “স্বৈরাচার সরকার মিথ্যা মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা আটকে দিয়েছিল। তবে দলীয় ঐক্যের মাধ্যমে আমরা এই অন্যায় ও প্রতিকূলতা জয় করব। বিভক্তি নয়, ঐক্যই আমাদের শক্তি।”মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আশরাফ ফকির। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল আলীম খোকন এবং পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। তারা দলের ভেতর বিভক্তি দূর করে ঐক্যের বার্তা তুলে ধরেন এবং বলেন, “বিএনপির ঐক্যই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার।”
আলোচনা সভার শেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ আলী।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জানান, এই দোয়া মাহফিল শুধু একজন নেত্রীর জন্য প্রার্থনা নয়, বরং এটি ছিল দলীয় ঐক্যের প্রতীক। মাহফিলকে ঘিরে নতুন উদ্দীপনা এবং দলীয় সংহতির বার্তা ছড়িয়ে পড়েছে, যা তাদের মধ্যে শক্তি ও একতার অনুভূতি জাগিয়ে তুলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।