ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, নিহত ১

মোস্তাক আহমদ টেকনাফ
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে। তবে অভিযানে অংশ নেওয়া মাদক পাচারকারী আব্দুস সবি (৫০) নামে একজন পানিতে ডুবে মারা গেছেন। তিনি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে বলে জানা যায় ।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকার কাছে একটি বড় মাদক চালান বাংলাদেশে প্রবেশ করবে বলে জানা যায়।

এর পরিপ্রেক্ষিতে কোস্টগার্ড এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করলে কোস্টগার্ডের টহল দল বোটটিকে থামার সংকেত দেয়। বোটে থাকা পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সমুদ্রে লাফ দেয়। কোস্টগার্ড তাদের মধ্যে দুই জন পাচারকারীকে উদ্ধার করতে সক্ষম হয়।

তবে বাকী ৩ জন শাহপরীরদ্বীপ বে‌রিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বোট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত ২ পাচারকারী হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আব্দুস জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০) এবং আব্দুস সবি (৫০)।

অভিযান চলাকালীন আব্দুস সবি পানিতে ডুবে গিয়ে গুরুতর আহত হন। ১৫ মিনিটের উদ্ধার অভিযান শেষে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, “জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।